অনলাইন ডেস্ক
প্রযুক্তি বাজারে এখনও বিশ্ব সেরা ফোন হিসেবে আইফোন বাজার মাতিয়ে যাচ্ছে। আইফোন এর সর্বশেষ ফোন আইফোন সিক্স এস এবং সিক্স এস প্লাস। বিশ্ববিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইতোমধ্যেই আইফোন ৭ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে বলে গুজব উঠেছে। অনেক ওয়েবসাইট ও প্রযুক্তি ব্লগগুলো আইফোন ৭ কেমন হতে পারে তা নিয়ে সংবাদ প্রচার করতে শুরু করে দিয়েছে।
আইফোন ৬ এবং ৬ প্লাস সম্পর্কে অগ্রীম ধারণা দিয়েছিল প্রাইজপনি নামের একটি ওয়েবসাইট। তথ্যগুলোর বেশিরভাগই সৃজনশীল এবং বাস্তবসম্মত ছিলো।
আইফোন ৭ এর ডিজাইনার বলেন, ৬এস এবং ৬এস প্লাসের সাথে ৭ এর গড়ন কিছুটা মিল রয়েছে। তবে বাড়তি সুবিধা হিসেবে আইফোন৭ এ আসছে একটি ফিজিক্যাল কি-বোর্ড। এবং যাতে স্লাইডিং সুবিধা থাকছে। কার্ভড বা ল্যাব নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট এই কনসেপ্ট ফোনটির একটি তুলনা ব্ল্যাকবেরি প্রাইভের সঙ্গে করেছে। দুটি ফোনেরই একটি বাস্তব কি-বোর্ড রয়েছে যা অব্যবহৃত অবস্থায় দৃশ্যমান হয় না।
আইফোন ৬এস বাজারে আসলো দু’মাস হলো। এর মধ্যেই অনেক ফোন ডিজাইনার আইফোন ৭ এর ডিজাইন করা শুরু করে দিয়েছেন।
শোনা যাচ্ছে আইফোন ৭ এ ৩ জিবি র্যাম, ওলিড ডিসপ্লে এবং পানি নিরোধক ব্যবস্থা থাকবে।
পাঠকের মতামত