প্রকাশিত: ২৯/১১/২০১৫ ১০:৫২ অপরাহ্ণ
উখিয়ায় ফায়ারিং মহড়ায় এক সেনা সদস্য নিহত, আহত-৩

20151128_214840_105516
সিএসবি২৪ ডটকম ॥
কক্সবাজারের উখিয়া মনখালী ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান বিধ্বংসকরণ মহড়ায় এক সেনা সদস্য নিহত হয়েছে। নিহতের নাম কর্পোরাল ইব্রাহিম খলীল। ২৮ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরো তিন সেনা সদস্য। তারা হলো- লেন্স কর্পোরাল হাবীব, সার্জেন্ট হুমায়ুন ও সৈনিক রাসেল। শনিবার রাত দশটায় রিপোর্ট লেখাকালে আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। তবে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সোলতান আহমদ সিরাজী জানান, আহত তিন সেনা সদস্যদের চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সেনা বাহিনীর ৫৮ মিডিয়ামের অফিস কমান্ডিং মেজর রাশেদুল জানান, গাজিপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের নিয়মিত মহড়ার জন্য সেনা সদস্যরা মনখালী ফায়ারিং রেঞ্জে বিমান বিধ্বস্তিকরণ মহড়া দিচ্ছিল। অসতর্কতাবস্থায় ফায়ারিং উল্টো নিজেদের গায়ে পড়ে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...