প্রকাশিত: ২৯/১১/২০১৫ ৬:৫০ অপরাহ্ণ

Shahid Pic Ukhiya 29-11-2015
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় মাসিক আইন শৃংখলা চোরাচালান ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্য রাখেন, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা প্রশাসক আলী কবির, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত হাবিবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, রতœাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরী ও পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। এ সময় পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন ইয়াবা ব্যবসায়ীদের কবল থেকে পালংখালীবাসীকে বাঁচাতে হবে। নয়ত স্কুল পড়–য়া ছেলে-মেয়েদের রক্ষা করা যাবে না। ইউপি চেয়ারম্যানের বক্তব্যের জবাবে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের তালিকা করে প্রশাসনকে দেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু বলেন, অবৈধ স-মিলের কারণে সামাজিক বনায়ন ধ্বংস হচ্ছে। সে কারণে স-মিল গুলো উচ্ছেদের দাবী জানান। উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে গরীব অসহায় মানুষের হাজার হাজার হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়ারও দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, হুসনে আরা বেগম, পুতুল রানী বড়ুয়া, উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পরিমল বড়ুয়া, উখিয়া মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শিরিন ইসলাম। আইন শৃংখলা ও চোরাচালান কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি সদস্য, কাস্টম্স কর্মকর্তা। পরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...