উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া সদর দারোগা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান ও ৭টি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৪ কোটি টাকা। রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকানদারদের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়। উখিয়া উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে ভোর সাড়ে ৫ টার দিকে একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তেই পুরো বাজার আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগীতায় এলাকার হাজার হাজার মানুষ আগুন আয়ত্বে আনার চেষ্টা করলেও ঘনবসতি ও পানির অভাবজনিত কারণে আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে টেকনাফ-কক্সবাজার ফায়ার সার্ভিসে খবর দিলে সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফায়ার সার্ভিসের কমকর্তা আবদুল মজিদ জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা হলেন, খোরশেদ সওদাগর, আশরাফ আলী সওদাগর, ছুরুত আলম সওঃ, শ্যামল দাস, মিন্টু রুদ্র, কামাল সওদাগর, শাহ জাহান সওদাগর, ফরিদ আলম সওদাগর, তিলক পাল, মিজান সওদাগর, আবুল হোছেন, মিন্টু বিশ্বাস, অমল বিশ্বাস। ক্ষতিগ্রস্থ দোকান সমূহের মধ্যে রয়েছে বড় মুদির দোকান, কসমেটিক ষ্টোর, টেইলার্স। ক্ষতিগ্রস্থ বড় মুদির দোকানদার খুরশেদ আলম বলেন, আমার ৩টি দোকান পুঁড়ে ছাঁই হয়ে গেছে। এতে আমি নিঃস্ব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খোরশেদ আলমকে জড়িয়ে ধরে ব্যাপক কান্নাকাটি করেন। সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক আলী কবির, পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল আবদুল মালেক মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি একরাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর ২০ মিনিট পর উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল অগ্নিকান্ডস্থল পরিদর্শন করে। এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জনপ্রতি নগদ ৫ হাজার টাকা করে ও ১ বস্তা চাউল দেওয়ার ঘোষনা দেন। ক্ষতিগ্রস্থ ৭টি বাড়ি যথাক্রমে উজ্জল দাশ, কেন্দ্রীয় তাঁতীলীগের সাধারণ সম্পাদক সাধনা দাশ গুপ্তার বাড়ি, শ্যামল দাশ, রাজিব সেন, গোপাল বিশ্বাস, মিন্টু বিশ্বাস, অমল বিশ্বাস এদেরকে নগদ ১০ হাজার টাকা ও ১ বস্তা চাউল দেওয়া হয়। উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্থদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোছেন মিথুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কক্সবাজার জেলা প্রশাসক আলী কবির বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসি।
প্রকাশিত: ২৯/১১/২০১৫ ৬:৪৬ অপরাহ্ণ
পাঠকের মতামত