ক্ষয়ক্ষতির পরিমান প্রায় তিন কোটি টাকা
আবদুর রাজ্জাক,কক্সবাজার:
কক্সবাজারে একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় তিন কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় শহরের এন্ডারসন রোড়ের গুলজার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে র্দীঘ দু’ঘন্টা পর ফায়ার সাভির্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে প্রায় তিল কোটি টাকার কাপড় পুড়ে সর্ম্পূণ ছাই হয়ে যায়।
ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,আজ রবিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় কক্সবাজার শহরের এন্ডারসন রোড়ের গুলজার মার্কেটের ২য় তলায় মুসার সওদাগরের মজুদকৃত কাপড়ের গুদামে থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। উক্ত পাইকারী কাপড় ব্যবসায়ী মুসা ঢাকা থেকে বিভিন্ন ধরণের দেশীয় ও বিদেশী কাপড় এনে তা পুরো কক্সবাজার জেলায় পাইকারী দরে বিক্রি করে। শনিবার রাত্রে ঢাকা থেকে প্রায় এক কোটি টাকার কাপড় ক্রয় করে এনে গুদামে মজুদ করে। তবে বিভাবে উক্ত গুদামে আগুন লাগে তার বিস্তারিত কেউ জানাতে পারেনি। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস অফিসে আগুনের লাগার সংয়বাদ দিলেও তারা র্দীঘ এক ঘন্টা পর্যন্ত ঘটনাস্থলে না আসায় পরে কক্সবাজার বিমান বন্দরের ফায়ার সার্ভিসকে আগুন লাগার সংবাদ অবহিত করলে তারা সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে এসে এলাকাবাসি ও পার্শ্ববতি দোকানদারদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এদিকে ঘটনাস্থল থেকে কক্সবাজার ফায়ার সাভির্স অফিসের দুরত্ব দু’শত গজের মধ্যে হলেও ফায়ার সার্ভিসের গাড়ি অন্য আরেকটি জায়গায় আগুন লাগার সংবাদে পেয়ে সেখানে যাওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি এবং উদ্ধার কর্মিরা নেই এই অজুহাতে দেখিয়ে তারা ঘটনাস্থলে আসে র্দীঘ দু’ঘন্টা পরে। ততক্ষনে আগুনের লেলিহান শিকায় প্রায় তিন কোটি টাকার বিভিন্ন ধরনের কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পরে দুপুর ১২ ঘটিকার সময় ফায়ার সার্ভিসের গাড়ি এবং উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হওয়ায় বড় ধরণের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেল কক্সবাজারবাসি ও দোকানের মালিকগন।
এই ব্যাপারে কক্সবাজার জেলা ফায়ার সার্ভিস অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা মেঘনা নিউজ২১ডট কমকে জানান,ফায়ার সার্ভিসের গাড়ি এবং উদ্ধার কর্মিরা টেকনাফের উখিয়া বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যাওয়ায় সঠিক সময়ে ঘটনাস্থলে আসা সম্ভব হয়নি বলে জানান। তবে দু’ঘন্টা পরে হলেও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা ঘটাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। তা না হলে ক্ষয়-ক্ষতির পরিমান আরো তিন গুন হত বলে তিনি জানান।
পাঠকের মতামত