প্রকাশিত: ২৯/১১/২০১৫ ৬:২১ অপরাহ্ণ
ঝিনাইদহে ৮ দিনব্যাপী রাসলীলা উৎসব শুরু

Jhe
জাহিদুর রহমান তারিক, র্র্ঝিনাইদহ:
ঝিনাইদহে ৮ দিনব্যাপী শুরু হয়েছে রাসলীলা উৎসব। সদর উপজেলার নারায়ণপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে এ উৎসবের আয়োজন করা হয়েছে। দিন-রাত চলছে পূজা অর্চনা আলোচনা সভা, ভক্তিগীতি ও বিচিত্রানুষ্ঠান। পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। গত বুধবার থেকে শুরু হওয়া এ রাসলীলা চলবে আগামী বুধবার । উৎসব উপলক্ষে আয়োজিত আলোচন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কনক কান্তি দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও স্থানীয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। বক্তারা বলেন, পূর্ণি©মা তিথিতে বংশীধারী মধুসূদন ব্রজগোপীর সংগে বৃন্দাবনে ভক্তকুলের মনোবাঞ্চনা পুরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় এ যুগের ভক্তকুলের মনোবসনা পূরণকল্পে এবারও শ্রী হরি নরায়ণপুর হরিতলা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এই রাসলীলা উৎসব।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

পলাশ বড়ুয়া:: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা দিবসের কর্মসূচিতে রোহিঙ্গা ...