আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
অনলাইন ডেস্ক
পপ-তারকা সেলিনা গোমেজ জানালেন, বয়স্ক পুরুষের সঙ্গে ডেট করতে তিনি সবিশেষ আগ্রহী। এই তো কিছুদিন আগে সেলিনা ডেট করছিলেন ২১ বছরের ‘টিন পপ’ শিল্পী জাস্টিন বিবারের সঙ্গে।
কী এমন ঘটল যে, তারুণ্যে অনাগ্রহী হয়ে পড়লেন সেলিনা? এ নিয়ে মুখ না-খুললেও, তিনি জানিয়েছেন, কোনও ম্যাচিওর পুরুষের সঙ্গকে তিনি তাঁর অভিজ্ঞতাবৃত্তে আনতে চান। আবার এই সুইট-সিক্সটিন চেহারাকে তিনি বয়স্ক-ডেটিংয়ের পথে অন্তরায় হিসেবেও ভেবে বসছেন কখনও কখনও।
এ বছরের গোড়ার দিকে সংগীত প্রযোজক জেড-এর সঙ্গে বেশ মাখো মাখো সম্পর্ক ছিল সেলিনার। এ বিষয়ে তাঁর আপডেট— এখন তেমন এনজয় করছেন না জেড-আসক্তি। কারণ তিনি জানতে পেরেছেন, জেড তাঁর সঙ্গে দেখা করার আগে নাকি ইন্টারনেট ঘেঁটে তথ্য সংগ্রহ করেছিলেন।
তারুণ্যে বিবমিষা। বয়স্করা কি সামলাতে পারবেন তাঁকে?
পাঠকের মতামত