আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
অনলাইন ডেস্ক:
বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে বেশ ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ত থাকারই কথা কারণ টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। দেশে ফিরে এলেন প্রিয়ঙ্কা চোপড়া। এসেই জানালেন, “আমি ভালবাসায় অন্ধ হয়ে রয়েছি… আমায় জড়িয়ে ধরো!” কার কাছে ফিরলেন প্রিয়ঙ্কা? আর, কার জন্যই বা এমন আকুতি নায়িকার? প্রিয়ঙ্কার এই আকুতি তাঁর মুম্বই নগরীর জন্য! মুম্বইয়ের প্রতি ভালবাসাই তাঁকে অন্ধ করে তুলেছে। তাই টুইটারে লিখেছেন নায়িকা, তিনি মুম্বইয়ের রাতের নিবিড় আঁধার বাহডোরে ডুবে থাকতে চান! মুম্বইয়ের মুখ ছাড়া আপাতত আর কিছু দেখতে চান না তিনি!
পাঠকের মতামত