প্রকাশিত: ২৮/১১/২০১৫ ১:৫০ অপরাহ্ণ , আপডেট: ২৮/১১/২০১৫ ৬:২১ অপরাহ্ণ
ইসিতে বিএনপির প্রতিনিধি দল

csb24.com::
পৌর নির্বাচন ১৫ দিন পেছানোর আবেদন নিয়ে নির্বাচন কমিশনে গেছে বিএনপির প্রতিনিধি দল। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে তারা ইসি কার্যালয়ে পৌঁছান। নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।
ইসির সঙ্গে তারা বেশ কিছু বিষয় আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে, নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়া, যৌথ বাহিনীর নামে গণগ্রেফতার বন্ধ এবং নেতা-কর্মীদের মুক্তি, নির্বাচনের আগে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি, পর্যবেক্ষক না বানানো, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অপেক্ষায় থাকা ৫০ লাখ ভোটারের ভোট দেওয়ার সুযোগ দেওয়া।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...