প্রকাশিত: ২৮/১১/২০১৫ ১২:৫৫ অপরাহ্ণ
ইংল্যান্ড সিরিজ জয় করে হারালো পাকিস্তানকে

120408england
csb24.com::
পাকিস্তানী ব্যাটসম্যানরা শেষটায় উঠলেন জ্বলে। তাতে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিটা জেতার পরিস্থিতিও তৈরি করলো তারা। কিন্তু শেষ নাটকীয়তায় ম্যাচটা হলো ইংল্যান্ডেরই। ৩ রানে দুবাইয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলো তারা। সেই সাথে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করলো। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭২ রান করেছিল ইংলিশরা। জবাবে, ৮ উইকেটে ১৬৯ রান থামে পাকিস্তান।

১৮ বল বাকি তখন ম্যাচের। ইংল্যান্ডের জয় নিশ্চিত ধরে নেয়া যায়। ৬ উইকেট পড়েছে পাকিস্তানের। ৪৭ রান দরকার জিততে। নতুন ব্যাটসম্যান শেষ সাতটি টি-টোয়েন্টি ইনিংসে দুই অঙ্কের রান করতে পেরেছেন একবারাই।

কিন্তু ব্যাটসম্যানের নাম শহীদ আফ্রিদি। পাকিস্তানের অধিনায়ক। বিপজ্জনক খেলোয়াড়। ক্রিস ওকসকে তিনি তিনটি ছক্কা মারলেন। এর একটি নো বলে। ৫ বলেই দলের জয়ের আশা জাগিয়ে তুললেন আফ্রিদি। ৮ বলে ২৪ রান করলেন। ওকসের বলেই থার্ড ম্যানে ক্যাচ নিলেন লিয়াম প্লাঙ্কেট।

সরফরাজ আহমেদ নিলেন দায়িত্ব। শেষ দুই ওভারে দরকার ২৫ রান। ডেভিড উইলিকে চার মারলেন। দ্রুত দুই রান নিতে গেলেন তারপর। ওভার থ্রোতে এলো চার। শেষ ওভারে দরকার ১১ রান। নার্ভ ধরে রাখলেন ওকস। অফ সাইডে পিচ করা ইয়র্কারকে সুইপ করতে গিয়ে বলকে স্টাম্পে টেনে এনে বিদায় সরফরাজের। প্রথম বলেই চার মারলেন সোহেল তানভির। এরপর শেষ বলে জয়ের জন্য চার ও সুপার ওভারের জন্য পাকিস্তানের তিন রান দরকার। আনোয়ার আলীর ব্যাটে বলে হলো না। রুদ্ধশ্বাস ম্যাচ জিতলো ইংল্যান্ড।

আফ্রিদি এর আগে তিন উইকেট নিয়েছেন মাত্র ১৫ রান খরচায়। একটি ক্যাচও নিয়েছেন। আনোয়ার নিয়েছেন দুই উইকেট। ব্যক্তিগত কোনো ইনিংস খুব বড় হলো না। কিন্তু ইংল্যান্ডের জেমস ভিন্স করলেন সর্বোচ্চ ৩৮, ৩৩ রান এলো জশ বাটলারের ব্যাট থেকে। জেসন রয় ২৯ ও জো রুট ২০ রান করলেন। ভালো একটি সংগ্রহ পেলো ইংলিশরা।

জবাবে পাকিস্তানের চার টপ অর্ডার ব্যাটসম্যান রান পেয়েছেন। আহমেদ শেহজাদ ২৮, রাফাতুল্লা মোহাম্মদ ২৩, মোহাম্মদ হাফিজ ২৫ ও শোয়েব মালিক ২৬ রান করেছেন। এরপর শেষের দিকে সরফরাজ ১৯ ও আফ্রিদি ২৪ রান করেছেন। প্লাঙ্কেট ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা। ২টি করে উইকেট ওকস ও আদিল রশিদের। ম্যাচ জেতার সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি পাকিস্তান।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...