বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সদস্যদের নিউজ পোর্টাল নিবন্ধনের আবেদন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একযোগে তথ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। নিবন্ধনের আবেদন একযোগে জমা দিতে,
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সকল সদস্যদের নিয়ে আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে সকাল ১০ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত দিন ব্যাপী তিন পর্বের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে বনপা। বিশেষ অনুষ্ঠানের পরের দিন তথ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে নিবন্ধনের আবেদন একযোগে জমা দেওয়া হবে।
* বিশেষ অনুষ্ঠানের ১ম পর্বে থাকবে, সারা দেশ থেকে আগত বনপা’র সদস্যদের পরিচিতি, মতবিনিময় ও নিউজ পোর্টাল নিবন্ধনে করনীয় বিষয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা এবং একযোগে তথ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার জন্য নিউজ পোর্টাল নিবন্ধনের কাগজপত্র গ্রহন।
* বিশেষ অনুষ্ঠানের ২য় পর্বে থাকবে, সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন নিউজ পোর্টালের ভূমিকা শীর্ষক আলোচনা (প্রধান অতিথি ও বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের …………)
* বিশেষ অনুষ্ঠানের ৩য় পর্বে থাকবে, বনপা’র সদস্যদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।
(নামাজ ও দুপুরের খাবার বিরতি পর বিকালের নাস্তার বিরতি থাকবে। বিরতির সমায় নির্ধারিত স্থানে নিজ নিজ কুপন জমা দিয়ে খাবার নিতে হবে। বনপা’র বিশেষ অনুষ্ঠানের জন্য রেজিঃ ফী মাথা পিছু দুইশত (২০০) টাকা, আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বনপা’র নিম্নে উল্লেখিত বিভাগীয় নিবন্ধন উপকমিটির কাছে জমা দিতে হবে। ৫ ডিসেম্বর অনুষ্ঠানের স্থান, সময় সহ সকল তথ্য মোবাইলে SMS এর মাধমে জানানো হবে।)
চট্টগ্রাম বিভাগের জন্যঃ (যোগাযোগ)
নির্মল বড়ুয়া মিলন, ০১৮৭৬০০৬০০৫
অধ্যাপক আকতার চৌধুরী, ০১৭১১৩১৫১৭১
মেহেদী হাসান, ০১৭৭৯৪৪৪৫২৭
এম. মিলাদ উদ্দীন মুন্না, ০১৮১৯৯০৪৪৮৮
মোক্তাদির আজাদ, ০১৭১৩৬৪১৪৩৭
সিলেট বিভাগের জন্যঃ (যোগাযোগ)
মুহিত চৌধুরী, ০১৭১২২৪৭৯০০
সাইফুর রহমান তালুকদার, ০১৭১১১৯৫৫৫৮
খাইরুল আলম সুমন,০১৭১২৩২৮২৩৭
রাজশাহী বিভাগের জন্যঃ(যোগাযোগ)
অধ্যাপক জাকির সেলিম, ০১৭২৮২৫০০৭৩
সেলিম ভান্ডারী ০১৭১৩৭৬২৯৮১
সরকার রুহুল আমীন, ০১৭১১১১১৭৩৬
ইঞ্জি. রায়হান, ০১৭১২২৮০৯৯৫
খুলনা বিভাগের জন্যঃ (যোগাযোগ)
মিজানুর রহমান হেলাল, ০১৭১২৯৮৫৯৯
কামরুল ইসলাম, ০১৯৮৮৩১০০৮০
ওয়ালী উল্লাহ খান, ০১৯৪৪২৪৪৩৮৭
ঢাকা বিভাগের জন্যঃ (যোগাযোগ)
ওবায়েদ উল্লাহ ভুলন, ০১৭১১৯৩২৯৮৬
বেলায়েত হোসেন বেলাল, ০১৭১১১৬৫২৯৩
এ্যাড.মুজাহিদুল ইসলাম, ০১৭১১৪৮৫৫৬০
জোহরা পারভীন জয়া, ০১৭১১৯৭৪০৩৮
মনছুর মাসুদ, ০১৯৭০৫৭২৯৩৪
প্রদীপ বড়ুয়া জয়, ০১৯৬৯৫৬৫৩৯৪
তপু, ০১৭১১১১৬৫৫৪
রংপুর বিভাগের জন্যঃ (যোগাযোগ)
মুরাদ হোসেন, ০১৭২১০১২৮৫৮
জসিম উদ্দিন, ০১৭২০৬৮৯১০৮
মাহমুদুর রহমান মানিক, ০১৭৮০৫৮৫৮৫৮
বরিশাল বিভাগের জন্যঃ (যোগাযোগ)
নির্মল বড়ুয়া মিলন, ০১৮৭৬০০৬০০৫
খলিল উদ্দিন ফরিদ, ০১৭১৪৬৬৬৪৭১
বিশেষ অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করবেন বনপা’র কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি এবং বিশেষ অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করতে তাকে সাহায্য করবেন বনপা’র কেন্দ্রীয় কমিটির সকল সদস্য। বিশেষ অনুষ্ঠানের যে কোন বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুণ- ইঞ্জি. রনি (মোবাইল- ০১৭২২১৫৮১৩০)
নিউজ পোর্টাল নিবন্ধন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং বনপা সম্পর্কিত সকল নিউজের সত্যতা যাচাইয়ের জন্য ভিজিট করুন বনপা’র অফিসিয়াল ওয়েবসাইট
( www.bonpa.org )
ধন্যবাদান্তে-
শামসুল আলম স্বপন
প্রতিষ্ঠাতা সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
পাঠকের মতামত