অনলাইন ডেস্ক।
নাগপুর টেস্টেও ভারতীয় স্পিনে কাবু দক্ষিণ আফ্রিকা। ২৩.১ ওভারেই শেষ হয়ে গেল বিশ্বের এক নম্বর টেস্ট দলের ব্যাটিং। সেই অশ্বিন-জাডেজা স্পিন। যাঁদের দাপটে মাত্র ৭৯ রানেই গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পেয়েছে ভারত। পাঁচ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪টি রবীন্দ্র জাদেজা। বাকি উইকেটটি অমিত মিশ্রর। রথম দিনে প্রথম ইনিংসে ভারতকে ২১৫ রানে অলআউট করে দিয়ে ১১ রানেই ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
ডিন এলগার ৭ ও হাশিম আমলা শুন্য রান নিয়ে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে দিনের পঞ্চম বলেই এলগারকে (৭) বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসের পরের ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং স্তম্ভ এবি ডি ভিলিয়ার্স রানের খাতা খোলার আগেই জাদেজাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। ফলে ১২ রানেই ৫ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে সফরকারীরা। ৩৩.১ ওভারে ৭৯ রানেই থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। মরনে মরকেলকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনে দেওয়ার পাশাপাশি নিজের পঞ্চম উইকেট নেন অশ্বিন।
বৃহস্পতিবারের নাগপুর অবশ্য বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী থাকল। ১২ রানের মধ্যে অর্ধেক প্রোটিয়া ব্যাটসম্যান আউট হয়ে ভেঙে দিল শতাধিক বছরের পুরনো রেকর্ড। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ রানে অর্ধেক দল আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ভারতের বিরুদ্ধেও সর্বনিম্ন রানের রেকর্ড করলেন আমলারা। ১৯৯০ সালে চণ্ডীগড়ে ৮২ রানে শেষ হয়েছিল তারা।
ফলে দ্বিতীয় দিনের লাঞ্চেই ১৪৩ রানে এগিয়ে গিয়ে নাগপুরেই সিরিজ জিতে নেওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার করে রাখল কোহলির ভারত।
পাঠকের মতামত