প্রকাশিত: ২৫/১১/২০১৫ ৬:০৮ অপরাহ্ণ , আপডেট: ২৫/১১/২০১৫ ৮:০৪ অপরাহ্ণ
উখিয়ায় শাসনতীর্থ সুদর্শন বিহারে বছরের শেষ কঠিন চীবর দান সম্পন্ন

csb24.com pic
পলাশ বড়ুয়া::
কক্সবাজারের উখিয়া উপজেলার কেন্দ্রীয় পশ্চিম রতœা শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে সম্পন্ন হয়েছে এ বছরের মত সর্বশেষ দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।

২৫ নভেম্বর, বুধবার দিনব্যাপী অনুষ্ঠানসূচীতে ছিল পবিত্র ত্রিপিটক থেকে সূত্রপাঠ, ধর্মীয় জাতীয় পতাকা উত্তোলন, মহা সংঘদান, জ্ঞাতী ভোজন, সদ্ধর্ম দেশনা সহ বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন সহকারে সমবেত প্রার্থনা। এতে সভাপতিত্ব করেন উখিয়া সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত রেবতপ্রিয় মহাথের। সদ্ধর্মদেশনা করেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার অর্থ-সচিব ভদন্ত জিন রতন স্থবির, ভদন্ত জ্যোতি প্রজ্ঞা থের, ভদন্ত মার্গ রক্ষিত থের, ভদন্ত প্রজ্ঞা প্রিয় প্রমুখ। সদ্ধর্মভাষণ কালে বলেন, এমন কোন কর্ম সম্পাদন করবে না যে কর্মের ফল ভবিষ্যতে অশ্রু মুখে রোদন করে ভোগ করতে হয়। এমনতর কর্ম সম্পাদন কর যে কর্ম সানন্দে হাসিমুখে ভোগ করা যায়।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখা, আলহাজ্ব মাহমুদুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদ, অধ্যাপক আদিল উদ্দিন চৌধুরী, প্রাক্তন সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখা, সুলতান মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান, উখিয়া উপজেলা পরিষদ, আ’লীগ নেতা অধ্যক্ষ শাহ আলম ও মোহাম্মদ আলমগীর, যুবলীগ নেতা ইমাম হোছাইন, ইউপি সদস্য নুরুল হক মনু, ডা: মোকতার আহমদ, অনুপম বড়ুয়া প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিহার পরিচালনা কমিটি সভাপতি সুভাষ বড়ুয়া ও পঞ্চশীল প্রার্থনা করেন মিলন বড়ুয়া।

হাজারো পূণ্যার্থীদের মাঙ্গলিক উদ্দেশ্যে পূণ্যদান করেন পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। সেই সাথে বিদগ্ধ সুধী মহল কর্তৃক পশ্চিম রতœা শাসনতীর্থ সুদর্শন বিহারের দ্বিতল ভবন উন্নয়নে সহযোগিতা প্রদান সহ পুরো অনুষ্ঠান সাফল্য ম-িত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিহার পরিচালনা কমিটির সকল দায়ক-দায়িকা বৃন্দ ও কঠিন চীবর উদ্যাপন কমিটি।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...