প্রকাশিত: ২৫/১১/২০১৫ ২:৫৮ অপরাহ্ণ
কাপ্তাইয়ে নারী নির্যাতন প্রতিরোধে সক্রিয় প্রচারণার উদ্বোধন

Kaptai Pic
কাপ্তাই প্রতিনিধি:
‘আর নয় নারী নির্যাতন, গড়ে তোল প্রতিরোধ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার কাপ্তাই উপজেলা সদরে ১৬ দিন ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধে সক্রিয় প্রচারণার শুভ উদ্বোধন করা হয়। ইউবিআর প্রোগ্রামের আওতায় মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। উপজেলা ইউএনও দুলাল চন্দ্র সূত্র ধর এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: মং স্টিফেন চৌধুরী, ইউবিআর এর প্রোগ্রাম ম্যানেজার সিম সন চাকমা, খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, ট্রেইনার রিমি চাকমা, তরুন খিয়াং, আংক্রা মারমা, বাবু লুসাই, পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সিনিয়র শিক্ষক মো. নূর নবী প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ইউবিআর এর পক্ষ থেকে আগামী ২০১৬ সালের মধ্যে কাপ্তাই উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষনার দাবী জানান। এসময় আগত জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাগণ একাজে তাদেরকে সর্বাত্বক সহযোগিতার আশ^াস দেন।

পাঠকের মতামত