আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
csb24.com::
বয়স ৮২, তারপরও গান গেয়ে চলেছেন কিংবদন্তীর বলিউড প্লেব্যাক গায়িকা আশা ভোসলে।
একসময় যেসব নায়িকার জন্য তিনি কণ্ঠ দিয়েছেন, তাদের অনেকের কেরিয়ার বহু আগে শেষ হয়ে গেছে, অনেকে আর বেঁচেও পর্যন্ত নেই। অথচ এখনও গাই গাইছেন আশা ভোসলে।
শুধু দেশে নয়, স্টেজে গান গাইতে এখনও নিয়মিত নানা দেশে যান তিনি।
বিবিসির হান্ড্রেড ওম্যান সিজন উপলক্ষ্যে আশা ভোসলের সাথে কথা বলেছেন বিবিসির শবনম মাহমুদ।
সুত্রঃ বিবিসি
পাঠকের মতামত