প্রকাশিত: ২৪/১১/২০১৫ ৮:২১ অপরাহ্ণ
উখিয়ায় আনন্দ ভবন বিহারে কঠিন চীবর দানোৎসবে পূণ্যার্থীদের ভিড়

Kotin Cibor Pic
সিএসবি২৪.কম প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বস্ত্রাধিরাজ শুভ কঠিন চীবন দানোৎসব ও ১৩০ ফুট মহাপরিনির্বাণ বুদ্ধ বিম্ভের ভিত্তি স্থাপন ও উপসংঘরাজ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত বিনয়াচার্য, উপসংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্স ইন্টারন্যাশনাল সত্ত্বাধিকারী পান্নালাল বড়–য়া। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. জ্ঞানরতœ মহাথের। আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত রেবতপ্রিয় মহাথের, মহাসচিব ভদন্ত ধর্মপাল মহাথের, প্রধান জ্ঞাতি ছিলেন কুতুপালং ধর্মাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবাচা মহাথের। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া। সদ্ধর্মদেশকবৃন্দ যথাক্রমে- রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞমিত্র বনবিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের, ভদন্ত সারলংকার মহাথের, ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, ভদন্ত ইন্দ্রবংশ মহাথের, সদ্ধর্মশ্রী ভদন্ত কুশালয়ন মহাথের, ভদন্ত করুণাশ্রী থের, ভদন্ত জ্যোতিসেন থের, ভদন্ত শাসনপ্রিয় থের, ভদন্ত জ্যোতিলংকার থের, ভদন্ত সৌরবোধি ভিক্ষু, ভদন্ত শীলবোধি থের। উদ্বোধক ছিলেন, ভদন্ত প্রজ্ঞাবোধি থের। স্বাগত বক্তব্য রাখেন, প্লাবন বড়য়া, বস্ত্রধিরাজ শুভ কঠিন চীবন দানোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি মিলন বড়–য়া ও সাধারণ সম্পাদক স্বপন বড়–য়া। উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়–য়া। উক্ত কঠিন চীবর দানোৎসবে হাজারো পূণ্যার্থীদের ভিড় লক্ষ করা গেছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...