বনপা নিউজ : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র সদস্যদের নিউজ পোর্টাল নিবন্ধনের আবেদন ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একযোগে তথ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বনপা’র সকল সদস্যকে নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য তথ্যমন্ত্রণালয়ের সার্কুলেশনে যে সকল তথ্য চাওয়া হয়েছে তা নির্ভুল ভাবে লিপি বদ্ধ করা এবং যে সকল কাগজপত্র দিতে বলা হয়েছে তা সংযোজন করে বনপা’র জেলা বা বিভাগীয় কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। ত্রুটিপূর্ণ আবেদন গ্রহন করা হবে না।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য বনপা’র কেন্দ্রীয় কমিটির সি. যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জি.রোকমুনুর জামান রনি’র (মোবা:০১৭২২১৫৮১৩০) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
ধন্যবাদসহ-
(শামসুল আলম স্বপন)
সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯ / ০১৯১০১০৩০১৬
অধ্যাপক আকতার চৌধুরী
সাধারণ সম্পাদক
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)
মোবা : ০১৭১১৩১৫১৭১
পাঠকের মতামত