প্রকাশিত: ২৩/১১/২০১৫ ৭:৪৮ অপরাহ্ণ , আপডেট: ২৩/১১/২০১৫ ৮:৪৯ অপরাহ্ণ
এমপি বদি দুর্নীতির এক অভিযোগ থেকে অব্যাহতি পেলেও বিচারাধীন রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত মামলাটি

Bodi_(2)
কালের কণ্ঠ:
কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় এমপি আবদুর রহমান বদিকে দুর্নীতির একটি অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে। টেকনাফ পৌরসভার মেয়র থাকার সময় রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ থেকে তাকে এ অব্যাহতি দেয়া হয়। দুদক সূত্র জানায়, বদি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টেকনাফ পৌরসভার মেয়র ছিলেন। ওই সময় বদির বিরুদ্ধে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন প্রকল্পের টেন্ডারে দুর্নীতির অভিযোগ ওঠে।

ওই অভিযোগ থেকে অব্যাহতি পেলেও বদির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছর দুদকের করা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ২০০৪ সালের ডিসেম্বরে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘদিন অভিযোগটি ফাইলচাপা থাকার পর চলতি বছরের শুরুর দিকে কমিশন থেকে পুনরায় দুদকের চট্টগ্রাম-২ এর সমন্বিত জেলা কার্যালয়কে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান অভিযোগটির অনুসন্ধান করেন।

গত বছরের ১২ অক্টোবর এ মামলায় সংসদ সদস্য বদি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ১৬ অক্টোবর নিম্ন আদালত তার জামিনের আবেদন খারিজ করেন। এ আদেশের পর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন (রিভিশন) করেন। পরে হাইকোর্ট তার ছয়মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ওই আদেশ স্থগিত চেয়ে দুদক আবেদন করলে চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি। এর ফলে গত ৩০ অক্টোবর সংসদ সদস্য বদি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...