আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
অনলাইন ডেস্ক।
ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিয়ের এত বছর পরেও বেকহ্যাম খুবই রোম্যান্টিক। এই সার্টিফিকেট যে সে লোকের কাছ থেকে নয়, এসেছে একেবারে খোদ স্ত্রী ভিক্টোরিয়ার কাছ থেকে। ভিক্টোরিয়া বলেন, বছর ষোলো আগে তাঁদের দু’জনের এক সঙ্গে পথ চলার শুরু। কিন্তু এখনও একই রকম অটুট স্পাইস গার্ল-বেকসের ভালবাসা। এখনও স্ত্রীকে নিত্য নতুন সারপ্রাইজ দিতে ভালবাসেন বেকস। বছর কুড়ি আগে এক ফুটবল ম্যাচ চলাকালীন তাঁদের প্রথম পরিচয়। পরিবারই বেকহ্যামের কাছে সবচেয়ে আগে। বেকহ্যামের এই পরিবার কেন্দ্রিকতাই ভিক্টোরিয়াকে টেনেছিল সবচেয়ে বেশি। লাজুক হেসে উত্তর গায়িকা-ডিজাইনার ভিক্টোরিয়ার।
পাঠকের মতামত