প্রকাশিত: ২৩/১১/২০১৫ ৪:২৫ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকরে পাকিস্থানের উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়ায় দেশটির হাইকমিশনার সুজা আলমকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার সুজা আলম সোমবার রাষ্ট্রীয় ভবন পদ্মায় হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। মিজানুর রহমান পরে সাংবাদিকদের বলেন, ‘আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি।’
এর আগে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে কড়া প্রতিবাদ জানানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঠকের মতামত