আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার
স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
csb24.com::
জীবনে প্রথমবারের মতো ট্রেনে চড়তে পেরে দারুণ উচ্ছ্বসিত দীপিকা। রণবীর-দীপিকা জুটির সর্বসাম্প্রতিক ছবি ‘তামাশা’-র প্রচারে দিল্লি ভ্রমণ করেন অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক ইমতিয়াজ। ফ্লাইটের টিকিট বাদ দিয়ে ট্রেনে যাওয়ার কথা দীপিকাই বলেছিলেন। আর রেলে চেপেই দীপিকা খেয়াল করলেন, এই প্রথম ফার্স্ট ক্লাসের বিলাসী কম্পার্টমেন্টে ভ্রমণ করলেন তিনি!
রণবীরের জন্যেও এটা দ্বিতীয় অভিজ্ঞতা। এর আগে একবারই ট্রেনে চেপেছিলেন। তাই তিনিও অনেক পর দারুণ উপভোগ করেছেন এই রেল ভ্রমণ।
দীপিকার প্রথমবারের মতো বিলাসী ফার্স্ট ক্লাসে ভ্রমণের খবরে অনেকেই অবাক হবেন। এটা কিন্তু অর্থ সঙ্কটের জন্যে নয়। আসলে সবার সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। এমনিতেই কিছু বাড়তি আয়োজন তো থাকেই। তবে ক্যারিয়ার গড়ার আগে পয়সা বাঁচাতেই ফার্স্ট ক্লাসে উঠতেন না। সূত্র : ডিএনএ ইন্ডিয়া
পাঠকের মতামত