প্রকাশিত: ২২/১১/২০১৫ ৬:০৮ অপরাহ্ণ
csb24.com::
জামায়াতের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতালে পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে। চলমান ডিগ্রি পরীক্ষার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৩ নভেম্বর তারিখের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। সেশনজট নিরশনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী সকল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।
পাঠকের মতামত