প্রকাশিত: ২২/১১/২০১৫ ৪:৩৬ অপরাহ্ণ
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাঁওতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নির্মাণ শ্রমিকের আকষ্মিক মৃত্যু হয়েছে। ২১ নভেম্বর সন্ধ্যায় বাজারে মালামাল ক্রয় করার সময় তার মৃত্যু হয়। নিহত নির্মাণ শ্রমিক জয়নাল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাইগ্যা পাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে। জানা যায়, বৃহত্তর ঈদগাঁও নির্মাণ শ্রমিক সমবায় সমিতির সিনিয়র সদস্য জয়নাল মিস্ত্রি (৩৫) ঘটনার দিন বাজারের একটি টাইলসের দোকানে মালামাল ক্রয় করতে যান। এ সময় তিনি আকষ্মিক ঢলে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ বছর ঈদগাঁওতে কাজ করে আসছিলেন। জয়নাল আকষ্মিকভাবে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। তার মৃত্যুতে শ্রমিকদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
পাঠকের মতামত