প্রকাশিত: ২১/১১/২০১৫ ৮:৩৮ অপরাহ্ণ
কালের কণ্ঠ:
যাচাই বাছাই শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী করা প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রপতির কাছে করা আবেদনটি আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। সেখান থেকে তা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
এর আগে দুপুর ৩টার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। সেখানে সব আনুষ্ঠানিকতা শেষে সেটি আইন মন্ত্রণালয়ে যায়।
শনিবার দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পাঠানো হয়।
পাঠকের মতামত