প্রকাশিত: ২১/১১/২০১৫ ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
চোখ ও পায়ের চিকিৎসার জন্য দুইমাসের বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার বিকেলে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
গত ১৫ সেপ্টেম্বর তিনি চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে তিনি তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে দুপুরের পর থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৪টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেন তিনি।
পাঠকের মতামত