প্রকাশিত: ২১/১১/২০১৫ ২:৩৬ অপরাহ্ণ , আপডেট: ২১/১১/২০১৫ ২:৪০ অপরাহ্ণ
এমপি বদির নির্দেশে পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণের বাড়তি টাকা ফেরত প্রদান

Bodi1-252x300
পলাশ বড়ুয়া ॥
কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ফি: আদায়ের অভিযোগ পাওয়া গেলে সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির বৈঠকে উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের নিকট থেকে গ্রহণকৃত ৩২৫০টাকার মধ্যে অতিরিক্ত ৬০০টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত ১৯ নভেম্বর কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আলমগীর ও কর্মরত শিক্ষকগণ। আগামীতেও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এমপি বদির সুদৃৃষ্টি ও গ্রহণকৃত অতিরিক্ত ফি: ফেরত প্রদান করায় অভিভাবক মহল তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে শিক্ষা বোর্ড সূত্র জানায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বোর্ডের পক্ষ থেকে এবার বিষয়প্রতি ৭০ টাকা, ব্যবহারিক পরীক্ষার জন্য ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট বাবদ ৩৫ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, স্কাউট ফি ১৫ টাকা, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা ও কেন্দ্র ফি ৩০০ টাকা সহ সব মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত নেওয়ার বিধান রয়েছে। কিন্তু বিদ্যালয়গুলো এর বাইরেও ২০১৬ সালের ছয় মাসের বেতন ও সেশন চার্জ আদায় করছে।

বোর্ড কর্তৃপক্ষ জানান, নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায়ের জন্য বোর্ড থেকে কোনো নির্দেশনা নেই। এ ধরনের অর্থ আদায়ের ব্যাপারে কোনো অভিভাবক তাঁদের কাছে লিখিত অভিযোগ করলে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...