প্রকাশিত: ২১/১১/২০১৫ ১:২০ অপরাহ্ণ
'প্রাণভিক্ষা 'দুজন ম্যাজিস্ট্রেট ঢুকেছেন কারাগারে

অনলাইন ডেস্ক।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার বিষয় জানতে কারাগারে প্রবেশ করেছেন জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট।

শনিবার সকাল ১০টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন।

দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে জানতে চাইবেন তারা। যদি তারা আবেদন করেন তবে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়া হবে। আর যদি না করেন তবে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হবে।

ইতোমধ্যে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা থেকে শুরু করে দণ্ডপ্রাপ্তদের মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ ধাপ হিসাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টিই বাকি আছে।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...