প্রকাশিত: ১৯/১১/২০১৫ ৬:৩৮ অপরাহ্ণ
আমি দ্রুত মাঠে ফিরতে চলেছি, মারিও বালোতেলি।

অনলাইন ডেস্ক ।
এক সময়কার ইতালিয় স্ট্রাইকার কুঁচকিতে অস্ত্রপচারের কারণে অন্তত একমাস মাঠের বাইরে চলে গেলেন এসি মিলানের মারিও বালোতেলি। লিভারপুর থেকে লোনে মিলানে আসার পরে এখনও পর্যন্ত মাত্র চারটে সিরি-এ ম্যাচ খেলেছেন।

তবে চোটের কারণে সেভাবে পারফরম্যান্স করতে পারছেন না। তার চোট ও ফর্ম নিয়ে সকলেই উদ্বেগে রয়েছেন। এই পরিস্থিতিতে কুঁচকিতে অস্ত্রপচার উদ্বেগ আরও বাড়িয়ে দিল। অন্তত একমাস মাঠে নামতে পারবেন না তিনি।

বালোতেলি অবশ্য নিজে উদ্বেগে নেই। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সবকিছু ঠিকঠাক। আমি দ্রুত মাঠে ফিরতে চলেছি।’ এখন প্রশ্ন হচ্ছে বালোতেলি ফিট হলেও কী দ্রুত মাঠে ফিরতে পারবেন?

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...