প্রকাশিত: ১৯/১১/২০১৫ ৪:৫৩ অপরাহ্ণ , আপডেট: ১৯/১১/২০১৫ ৪:৫৫ অপরাহ্ণ

education-ministry-22
তানজিম আহমদ :
মাদ্রাসায় আইসিটি (কম্পিউটার) শিক্ষকের পদ সৃষ্টি মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে। দু’চার দিনের মধ্যেই এ সংক্রান্ত একটি আদেশ জারি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব দৈনিকশিক্ষাডটকমকে বুধবার বলেন, ফাইলে অনুমোদন হয়েছে। অফিস আদেশ জারি হতে দু’চারদিন লাগতে পারে।

তিনি বলেন, মাদ্রাসায় ৯ম-১০ম শ্রেণিতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হলেও বিষয় খোলার অনুমোদনের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ে আলাদা আলাদা আবেদন করতে হয়। যেহেতু এটি আবশ্যিক বিষয় এবং ২০১৭ খ্রিস্টাব্দের দাখিল পরীক্ষায় বাধ্যতামূলক বিষয় হিসেবে পরীক্ষা দিতে হবে তাই শিক্ষক নিয়োগ দেওয়ার ঝামেলা কমানো জরুরী।

তবে, এ নিয়োগে যথারীতি নতুন নিবন্ধন পদ্ধতি অবলম্বন করতে হবে। আদেশ দেওয়ার মানে এই নয় যে, নিবন্ধন ছাড়াই ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পেয়ে যাবেন।

এছাড়াও ৬ মাসের কোর্স করে যারা নিয়োগ পাওয়ার আশায় ছিলেন বা নিয়োগ পেয়েছেন আবার পরিপত্র দিয়ে নিয়োগ বন্ধ রাখা হয়েছে তাদের বিষয়েও একটি সমাধান আসবে শিগগিরই।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...