প্রকাশিত: ১৯/১১/২০১৫ ২:১৪ অপরাহ্ণ
২১ নভেম্বর দেশে ফিরছেন খালেদা জিয়া।

অনলাইন ডেস্ক।
চিকিৎসার জন্য দুই মাসেরও বেশি সময় লন্ডনে অবস্থান শেষে শনিবার বিকেলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি নেত্রীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘শনিবার বিকেল ৪ টা ৫৫ মিনিটে এ্যামিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ম্যাডামের ঢাকা ফেরার কথা রয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, শনিবার বিকেলেই দেশে ফিরবেন খালেদা জিয়া।
চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...