প্রকাশিত: ১৯/১১/২০১৫ ১:০০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাল্টা সফরও বাতিল করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর মাল্টায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র বৃহস্পতিবার জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টায় যাচ্ছেন না। এর আগেই প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হয়।
প্রসঙ্গত,এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর শেখ হাসিনা ১৬-১৯ নভেম্বর সেদেশে অনুষ্ঠিত ইউনেসকোর বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি বাতিল করেন।
পাঠকের মতামত