প্রকাশিত: ১৯/১১/২০১৫ ১০:৪১ পূর্বাহ্ণ
জামায়াতে ডাকা হরতাল চলছে

অনলাইনডেস্ক।
যুদ্ধাপরাধের দায়ে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে।হরতালে রাজধানীসহ সারাদেশের জনজীবন ও যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ।

নাশকতা ঠেকাতে পুলিশ, র্যা ব ও বিজিবি সদস্যের পাশাপাশি গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশী চৌকি।
গতকাল বুধবার আপিল বিভাগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দেশব্যাপী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে দলটি। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন।

পাঠকের মতামত

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...