প্রকাশিত: ১৯/১১/২০১৫ ১০:১৩ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

অনলাইন ডেস্ক।
নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাসের চুলার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধদের স্বজনরা জানান, সকালে মনিরা বেগম রান্নার জন্য চুলায় আগুন জ্বালায়। হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মনিরার চিৎকার শুনে বাকিরা এগিয়ে গেলে তারাও দগ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ভর্তি করান। মিনহাজকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র:রাইজিংবিডি

পাঠকের মতামত