মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাঁওর চেক প্রতারণা মামলায় আটক ফরিদকে ছেড়ে দেয়ার বিষয়ে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে মহামান্য হাইকোর্ট কর্তৃক জামিনে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। অন্যদিকে মামলার বাদী জানিয়েছেন একটি মামলায় জামিনে থাকলেও অপর মামলায় তার ওয়ারেন্ট রয়েছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, একাধিক চেক প্রতারণা মামলায় ঈদগাঁও উত্তর মাইজ পাড়া (লাইল্যার পাড়)’র মৃত গোলাম বারীর পুত্র ফরিদুল আলম ১৮ নভেম্বর সকালে বঙ্কিম বাজার থেকে আটক হন। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের টু-আইসি মো. জাহাঙ্গীর আলম চেক প্রতারণার দুটি মামলায় তাকে গ্রেফতার করেন। মামলা দুটি হচ্ছে এস.টি ২৮০/১৪ এবং এস.টি ২৯৪/১৪। মামলার বাদী হচ্ছেন জালালাবাদ ছাতি পাড়ার ব্যবসায়ী বজল আহমদ। প্রতারণার মাধ্যমে ৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তিনি এস.টি ২৮০ নং মামলাটি দায়ের করেন। এর প্রেক্ষিতে আসামী ফরিদ আদালতে অর্ধেক টাকা জমা দেন। পরে উপুর্যপূরি আদালতে হাজিরা না দেয়ায় এবং অবশিষ্ট টাকা জমা না করায় সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। জিজ্ঞাসাবাদে টু-আইসি জাহাঙ্গীর আলম জানান, এস.টি ২৮০ নং মামলায় মহামান্য হাইকোর্টের জামিন থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে চেক প্রতারণা সংক্রান্ত আরো কয়েকটি মামলা আছে বলে তিনি স্বীকার করেন। অন্যদিকে উপরোক্ত দু’মামলার বাদী বজল আহমদ অভিযোগ করেন এস.টি ২৮০ নং মামলায় সম্প্রতি তার গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে।
প্রকাশিত: ১৮/১১/২০১৫ ১০:২৭ অপরাহ্ণ
টেকনাফ প্রতিনিধি: টেকনাফের কচুবনিয়া এমপি বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান ...
পাঠকের মতামত