প্রকাশিত: ১৮/১১/২০১৫ ৭:৩৯ অপরাহ্ণ
সেক্স দৃশ্য দোষের কিছু নয় : বিপাশা

48180_bip
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ছবিতে সেক্সসিম্বল চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। গত এক দশকে বলিউডের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রী হিসেবেও ধরা হয়ে থাকে তাকে। এদিকে সর্র্বশেষ চলতি বছর ‘এলোন’ ছবিতে দেখা গেছে বিপাশাকে। এ ছবিতেও আবেদনময়ী চরিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে ছোট পর্দায় ‘ডর সাব কো লাগতা হে’ নামক একটি ভৌতিক শো উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে ‘এলোন-২’ ছবির কাজও শুরু করেছেন এ অভিনেত্রী। ভূষণ পাটেল পরিচালিত এ ছবির প্রধান চরিত্রে কাজ করছেন তিনি। আর এ ছবিতে ব্যাপক খোলামেলা রূপে ক্যামেরাবন্দি হতে দেখা যাবে তাকে। তবে নতুন খবর হলো সম্প্রতি এ ছবি নিয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন বিপাশা। আর এর মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনায় চলে এসেছেন এ অভিনেত্রী। ‘এলোন-২’ ছবিটির কথা বলতে গিয়ে বিপাশা বসু বলেন, ‘এলোন’ ছিল একটি ভৌতিক থ্রিলার। আর ‘এলোন-২’ হতে যাচ্ছে একটি ভৌতিক সেক্স থ্রিলার ছবি। এখানে একাধিক সেক্স দৃশ্যেও কাজ করতে হবে আমাকে। আর আমি এরকম দৃশ্যের জন্য সব সময় তৈরি থাকি। বিষয়টি নিয়ে বিপাশা আরও বলেন, আমাকে যদি বলা হয় কি ধরনের দৃশ্যে আমার সবচেয়ে পছন্দ, তাহলে আমি বলবো ‘সেক্স দৃশ্য’। কারণ শুরু থেকে এরকম দৃশ্য করেই অভ্যস্ত আমি। এটা অনেকের কাছে হয়তো অস্বাভাবিক মনে হবে। কিন্তু আমার কাছে এটা খুবই স্বাভাবিক। আর এটা দোষের কিছু নয়। আমি জানি এই বক্তব্য নিয়ে অনেক কথা হবে। কিন্তু আমি সত্য কথা সব সময় অকপটে স্বীকার করি। সেটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো। কিন্তু এসব নিয়ে আমি মাথা ঘামাই না।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...