উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...
মানবজমিন:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত রায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডেকেছে জামায়াত। আজ রায়ের পর জামায়াতের ওবেসাইটে দেয়া এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, মুজাহিদকে ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি। হাসপাতাল, এম্বুলেন্স, ফার্মেসী ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে।
পাঠকের মতামত