প্রকাশিত: ১৮/১১/২০১৫ ৮:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক |
প্রথম তিন ম্যাচের একটিতেও জয় নেই। নিজেদের বিশ্বকাপ ইতিহাসেই বাছাইপর্বে আর্জেন্টিনার এমন বাজে শুরু আগে কখনো হয়নি। তবে বাজে সময়তা আর দীর্ঘায়িত হতে দেননি অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশচেরানোরা।

মঙ্গলবার রাতে চতুর্থ রাউন্ডে লুকাস বিগলিয়ার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে জেরার্ডো মার্টিনোর দল।
দুই পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নয়ে! বিশ্বকাপ আর কোপা আমেরিকার মতো বড় দুটো টুর্নামেন্টে টানা ফাইনালে ওঠা দলটার এমন চেহারা যেন বিশ্বাস হচ্ছিল না। মেসি-তেভেজ-আগুয়েরোদের শূন্যতা আরও বড় করে অনুভূত হচ্ছিল তিন ম্যাচে মাত্র এক গোল করায়।
ভীষণ চাপ নিয়েই কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। জানত, বড় পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য। কলম্বিয়া যে নিজেদের মাঠে টানা সাত ম্যাচে অপরাজিত। জিতেছে এর ছয়টাই। অবশ্য আর্জেন্টিনা জানত, হলুদ শিবিরের এই লক্ষ্মণরেখা পারলে আর্জেন্টিনাই পারবে পার করতে। চার বছর আগে কলম্বিয়ার নিজ মাঠের সর্বশেষ পরাজয়টি যে আর্জেন্টিনার কাছেই। তবে এবার কলম্বিয়াকে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।

সফলতাও আসে ম্যাচের ২০ মিনিটেই। দলীয় নৈপুণ্যে দারুণ এক গোলে লিড নেয় আর্জেন্টিনা।

মিডফিল্ডার বিগলিয়া নিজেদের অর্ধে বল পেয়েই টেনে নিয়ে গিয়ে ডি বক্সের সামনেএভার বানেগাকে দেন। বানেগা আবার ডান দিকে বল বাড়ান এজেকুয়েল লেভেজ্জির কাছে। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা এগিয়ে আসলে লাভেজ্জি বল বাড়ান পোস্টের সামনে। ফাঁকা পোষ্টে বল জড়াতে কোনো ভুল করেননি বিগলিয়া।

অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন মুরিলো। বক্সের ডানদিকে ওপরে ওঠা বলে ধরেতে গিয়ে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। সেখান থেকে কলম্বিয়ার চাওসের শট প্রতিহত হলেও বক্সের সামনে বল পেয়ে যান মুরিলো। রোমেরো তখনও গোলপোস্টে আসতে পারেননি। কিন্তু বল উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন কলম্বিয়ান স্ট্রাইকার। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ডি মারিয়া, মাশচেরানোরা।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...