প্রকাশিত: ১৭/১১/২০১৫ ১০:৪১ অপরাহ্ণ , আপডেট: ১৭/১১/২০১৫ ১০:৪১ অপরাহ্ণ

image_285941.arrest
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কক্সবাজার সদর উত্তর শাখার সহ-সভাপতি ও ঈদগাঁও বাজারের আল-আমিন ফার্মেসীর স্বত্তাধিকারী রফিকুর রহমান আটক হয়েছে। স্থানীয় তদন্ত কেন্দ্র পুলিশ ১৭ নভেম্বর সন্ধ্যায় তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। আটক রফিক সদর উপজেলার পশ্চিম গজালিয়ার মৃত হাসমত আলীর পুত্র। তদন্ত কেন্দ্র টু-আইসি মো. জাহাঙ্গীর আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে দুটি সিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে। মামলার মধ্যে একটি বন আইনে দায়েরকৃত। তবে ড্রাগিষ্ট ও কেমিষ্ট সমিতির নেতৃবৃন্দের মতে, বন মামলায় তিনি জামিনে রয়েছেন আর অন্য মামলায় তাকে ভিন্ন ইউনিয়ন তথা ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনার বাসিন্দা উল্লেখ করা হয়েছে। যোগাযোগ করলে তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, আজ (১৮ নভেম্বর) সকাল নাগাদ সংশ্লিষ্ট আদালত থেকে খোঁজ নিয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে একটি মামলায় জামিনের রিকল আটক ব্যক্তির আত্মীয়-স্বজনরা তদন্ত কেন্দ্রে দাখিল করলেও অন্য মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে ছেড়ে দিতে পারেনি। অথচ রফিকের আত্মীয়-স্বজনদের বক্তব্য হচ্ছে তিনি ভোমরিয়াঘোনার বাসিন্দা হওয়ার প্রশ্নই উঠে না। যুগ যুগ ধরে বংশানুক্রমে তারা পশ্চিম গজালিয়ায় বসবাস করে আসছেন। তবে বর্তমানে তিনি স্বপরিবারে কক্সবাজারে বসবাস করেন। স্থানীয় চেয়ারম্যান নুরুল হক ও প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দীন ও আটক রফিক পশ্চিম গজালিয়ার স্থায়ী অধিবাসী বলে তদন্ত কেন্দ্র কর্তৃপক্ষকে নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...
সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...