প্রকাশিত: ১৭/১১/২০১৫ ৭:১৯ অপরাহ্ণ , আপডেট: ১৭/১১/২০১৫ ৭:৩৭ অপরাহ্ণ
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর আটোয়ারী উপজেলা কমিটি অনুমোদন

pic1
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি মানবাধিকার সংস্থা, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এ রায়হান চৌধূরী রকিকে সভাপতি ও মোঃ নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জানাগেছে, গত ২৫ অক্টোবর পঞ্চগড় জেলা বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর আহবায়ক আরিফ হোসেন চৌধূরী মানিক এর সভাপতিত্বে আটোয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১ সদস্য বিশিষ্ট আটোয়ারী উপজেলা কমিটি গঠন করা হয়। পরে এই কমিটি অনুমোদনের জন্য বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে পাঠানো হলে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত মহাসচিব এম গফুর উদ্দীন চৌধূরী ৪ নভেম্বর এই কমিটির অনুমোদন দেন এবং আটোয়ারী উপজেলায় মানবাধিকার প্রতিষ্ঠায় আটোয়ারী উপজেলা কমিটিকে কাজ করার অনুমতি প্রদান করেন।

পাঠকের মতামত