প্রকাশিত: ১৭/১১/২০১৫ ৬:৩৮ অপরাহ্ণ , আপডেট: ১৭/১১/২০১৫ ৭:৪৩ অপরাহ্ণ
ফ্রান্সে মসজিদ বন্ধের নির্দেশ; শঙ্কায় মুসলিমরা

11944757_870759823044551_688534666_n
অনলাইন ডেস্ক:
প্যারিসে শক্তিশালী হামলার পর দেশটিতে মুসলিমদের ওপর নজরদারি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আর একই অজুহাতে আমেরিকার মিশিগানের গভর্নর সিরীয় শরণার্থীদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। হামলার পর দেশটিতে মুসলিমদের জীবন এখন আশঙ্কার সম্মুখীন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিয়ুভ দেশটির কয়েকটি মসজিদ বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন। প্যারিসে হামলার পর থেকেই মূলত এমন দাবি উঠছিল। সোমবার সে দাবির বৈধতা দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি মসজিদ বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত দেন তিনি। ফ্রান্সের এক টিভি সাক্ষাৎকারে বার্নার্ড বলেন, কেবল মসজিদ বন্ধই নয় এ মুহূর্তে সন্ত্রাসীদের দেশান্তর করা উচিত আমাদের।
উল্লেখ্য, ফ্রান্সে গত তিন বছরে ৪০ জন মুসলিম নেতাকে দেশান্তর করা হয়। যার মধ্যে ২৫ ভাগ চলতি বছরের ৬ মাসে করা হয়।
এদিকে আমেরিকার মিশিগানের গভর্নর প্যারিস হামলার প্রতিক্রিয়ায় কোনো মুসলিম অভিবাসীকে সে দেশে স্থান দেবেন না বলে জানিয়েছেন। এক বার্তায় গভর্নর রিক এস্টাইডার বলেন, দেশের নিরাপত্তা সর্বোচ্চ জোরদার করার আগ পর্যন্ত কোনো মুসলিম শরণার্থীকে দেশে ঢুকতে দেয়া হবে না।
সূত্র : দৈনিক জং ও জিও টিভি

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...