প্রকাশিত: ১৭/১১/২০১৫ ৫:০৬ অপরাহ্ণ
হাঁটুর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন, মেসি

অনলাইনডেস্ক।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠে অবশেষে বার্সেলোনা রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করছেন। বার্সেলোনা ‘বি’ দলের কোচ জেরার্দ লোপেসের মাধ্যমে স্প্যানিশ ভাষার ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ মেসির অনুশীলনে ফেরার খবরটি জানায়।
সাত সপ্তাহ পর মূল দলের সঙ্গে অনুশীলনে ফেরায় লা লিগায় আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

এর আগে আর্জেন্টিনা দলের চিকিৎসক ওমেরো দে আগোস্তিনো রিয়ালর বিপক্ষে বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসিকে না খেলানোর অনুরোধ করেছিলেন। এতে তার চোটের অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থাকবে বলে উল্লেখ করেছিলেন তিনি।

নিবিড় পুনর্বাসের পরে নির্ধারিত সময়ের আগেই তিনি মাঠে ফিরেছেন বলে বার্সা শিবিরেও স্বস্তি ফিরে এসেছে। সোমবার তিনি দলের সাথে পূর্ণ অনুশীলন সেশনের ঘাম ঝড়িয়েছেন। বার্সেলোনার ওয়েবসাইটেও এ সংক্রান্ত পোস্ট দেয়া হয়েছে।

পাঠকের মতামত

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

সিএ বাংলাদেশ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে কক্সবাজারে সম্পন্ন

  সংবাদ বিজ্ঞপ্তি:: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্যদের দ্বারা গঠিত সিএ ...
আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...