প্রকাশিত: ১৫/১১/২০১৫ ১১:১৬ অপরাহ্ণ

ec.16.8.2015
অনলাইন ডেস্ক:
পৌরসভায় শুধু মেয়র প্রার্থীদের দলীয় প্রতীকে নির্বাচনের সুযোগ রেখে আইনের সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে। তবে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগটি বাদ দেওয়া হয়েছে।

আজ রোববার উত্থাপিত এই বিল পাস হলে কাউন্সিলর নির্বাচন আগের মতোই নির্দলীয়ভাবে হবে। স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে পৌরসভা আইন সংশোধনের অধ্যাদেশ জারির পর দুই সপ্তাহের মধ্যে তাতে ফের সংশোধন আনতে যাচ্ছে সরকার।

স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০১৫’ সংসদে উপস্থাপন করেন। পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে তিন দিন সময় বেঁধে দিয়ে বিলটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

পৌরসভাসহ স্থানীয় সরকার কাঠামোর অন্যসব নির্বাচন দলীয়ভাবে করতে আইন সংশোধনের প্রস্তাব গত মাসে অনুমোদন করে মন্ত্রিসভা। পৌরসভা নির্বাচন ডিসেম্বরে করতে হবে বলে এই সংক্রান্ত আইনটি দ্রুত কার্যকরে গত ২ নভেম্বর অধ্যাদেশ জারি করা হয়। সংবিধান অনুযায়ী তা সংসদে উপস্থাপনও হয় গত ৮ নভেম্বর।

এরপর নির্বাচন কমিশন বিধিমালা তৈরি করে অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু তা ফেরত না আসার মধ্যে খবর প্রকাশ হয়, আইনে ফের সংশোধন আনা হচ্ছে।

অধ্যাদেশ রহিত করে রোববার সেই সংশোধনী প্রস্তাবই সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিলে কাউন্সিলর পদে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগটি বাদ দিয়ে শুধু মেয়র পদে দলীয়ভাবে ভোটের সুযোগ রাখা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...
সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...