প্রকাশিত: ১৫/১১/২০১৫ ১০:১৭ অপরাহ্ণ
সালমানকে দেখে পালালেন রণবীর-কাটরিনা !

101508_Untitled-2
বিনোদন ডেস্ক:
বলিউডে গত কয়েক বছরের সবচেয়ে আলোচিত নাম রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। তারকা হিসেবে দুজনের পরিচিতি থাকলেও এ মুহূর্তে প্রেমিকযুগল হিসেবেই খ্যাত তারা। ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির মাধ্যমে তাদের প্রেমের সূত্রপাত। অবশ্য এর আগে কাটরিনার সঙ্গে সুপারস্টার সালমানের প্রেমের কথা সবারই জানা। তবে এ সময়ে নতুন প্রেমিক রণবীর কাপুরেই মশগুল কাটরিনা। যেখানেই যাচ্ছেন রণবীর সঙ্গে থাকছেন। সম্প্রতি দিওয়ালি উৎসব উপলক্ষে তারকারা সবাই একটি পার্টির আয়োজন করেন। রণবীর-কাটরিনার মতো সেখানে সালমানও হাজির হন। তবে কেউ আগে আর কেউ পরে। রাত দেড়টার দিকে পৌঁছান সালমান। এর কিছুক্ষণ পরই একই গাড়িতে আসেন কাটরিনা ও রণবীর। এসেই সালমানকে দেখেন তারা। তাই বেশিক্ষণ না থেকে দ্রুত পালিয়ে যান প্রেমিক যুগল। সেখানে আরও উপস্থিত ছিলেন আদিত্য রায় কাপুর। যার সূত্রে জানা গেছে, সালমান আছেন জেনেই চুপিসারে পার্টি থেকে সটকে গেছেন কাটরিনা ও রণবীর। এ খবর জানাজানি হতেই তোলপাড় লেগে যায় সর্বত্র। প্রশ্ন সবার, নতুন প্রেমের এতদিন গড়িয়ে যাওয়ার পরও কেন সালমানকে দেখে পালিয়ে বেড়াতে হবে? কেউ কেউ বলেছেন রণবীরকে নিয়ে সাবেক প্রেমিকের মুখোমুখি হতে বিব্রতবোধ করবেন বলেই কাটরিনা সেখান থেকে সরে যান।

পাঠকের মতামত

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

আবারো রেকর্ড বুকে ফরাসি ব্যাটার

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের গুস্তাভ মেকেওন। এই ফরম্যাটে নিজেকে ...
আসছে ফেসবুক টিকটকের আদলে

আসছে ফেসবুক টিকটকের আদলে

প্রযুক্তি ডেস্কঃ এবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বের বড়োসড় পরিবর্তন আনছে মেটা। নতুন ভিডিও বিভাগ ...

চট্টগ্রামের বিনোদন স্পটগুলো সেজেছে বর্ণিল সাজে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

  সিএসবি টুয়েন্টিফোর : ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পর্যটকদের সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত চট্টগ্রামের সবকটি বিনোদন কেন্দ্র। ...