প্রকাশিত: ১৫/১১/২০১৫ ৯:৩০ অপরাহ্ণ
আটোয়ারীতে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক কথিত সাংবাদিক

অতঃপর মুচলেকা দিয়ে ভোর রাতে থানা হতে মুক্তি লাভ
Untitled-1 copy
এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়): রাতের অন্ধকারে ছিনতাই করতে গিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে কথিত সাংবাদিকসহ ৩ যুবক জনগনের হাতে আটক অতঃপর ভোর রাতে মুচলেকা দিয়ে থানা হতে মুক্তি লাভ। উলেখ, উপজেলার প্রাণ কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের হোটেল ব্যবসায়ী হাসিবুল এর পুত্র রনি (১৮) শনিবার রাত প্রায় ৮টার সময় দোকান হতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। রনি নগদ প্রায় কুড়ি হাজার টাকা নিয়ে ছোটদাপ গোরস্থান সংলগ্ন ফার্মের কাছে পৌছলে কথিত সাংবাদিক মিন্টু ও আতাবুল এর নেতৃত্বে কয়েকজন যুবক রনির গতিরোধ করে। উপায়ন্ত না পেয়ে রনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে ছিনতাইকারীদের হাত হতে তাকে উদ্ধার করে। এসময় জনতা কথিত সাংবাদিক তোড়িয়া ডুহাপাড়া গ্রামের মৃত হাকিম মাষ্টারের পুত্র মিন্টু (৩৫), সুখাতি গ্রামের নজরুল ইসলামের পুত্র হৃদয় (২২) ও পুহাতু এর পুত্র শাহীন (২০)কে আটক করে থানায় সোপর্দ করে।

পরে রনি বাদী হয়ে আটোয়ারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অজ্ঞাত কারণে মামলা নিতে গড়িমসি করে। ইতিমধ্যে প্রভাবশালী একটি মহল বিষয়টি দফারফা করে আটককৃতদের মুচলেকা দিয়ে থানা হতে ছাড়িয়ে নেয়। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম এর সাথে কথা বললে তিনি জানান, বাদী অভিযোগ দিতে এসেছিল, আমি অভিযোগ নিয়েছি। পরে স্থানীয় লোকজন বাদীর সাথে আপোষ মিমাংসা করে নেওয়ায় তাদের ছাড়িয়ে দেওয়া হয়। আটককৃত শাহীন ও হৃদয় জানায়, সাংবাদিক মিন্টু ও আতাবুলের হুকুমে আমরা একাজ করেছি। তাদের কথা না শুনলে তারা আমাদের নানা ভাবে ভয়ভীতি দেখায়। ভয়ে আমরা একাজ করতে বাধ্য হই। এপর্যন্ত তারা আমাদের সাথে নিয়ে বিভিন্ন রাস্তায় ছিনতাই করে ১০ থেকে ১২টি মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটায় কিন্তু আমাদেরকে শুধু ২-৩শ টাকা করে দিত।

পাঠকের মতামত

  • দীর্ঘ ১৩ বছর পরে নতুন কমিটি পেল চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির
  • উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি
  • সুন্দর জীবন গড়তে হলে মাদক থেকে দূরে থাকতে হবে : জেলা প্রশাসক
  • মেরিন ড্রাইভে মেজর সিনহার স্মৃতিফলক উদ্বোধন করেন সেনা প্রধান
  • আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
  • উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
  • উখিয়ায় ৩ প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • টেকনাফে ৪০হাজার ইয়াবা ও ২৩কেজি গাঁজাসহ আটক-২
  • সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা
  • রামু ৪দিন ব্যাপী গ্রন্থ মেলা উদ্বোধন