দীর্ঘ ১৩ বছর পরে নতুন কমিটি পেল চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির
মুকুল কান্তি দাশ, চকরিয়া: দীর্ঘ ১৩ বছর নতুন কমিটি পেল কক্সবাজারের ঐতিহ্যবাহি চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় ...
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
ঈদগাঁওতে ইউপি মেম্বারসহ ৪ জন আটক হয়েছে। ১৪ নভেম্বর বিভিন্ন মামলায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশের আইসি মিনহাজসহ অন্য অফিসাররা এদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে জালালাবাদের বর্তমান মেম্বার ফিরোজ আহমদ প্রকাশ হাত কাটা ফিরোজ। তিনি খামার পাড়ার মৃত সুলতান আহমদের পুত্র। নারী নির্যাতন মামলার ৬২২/১৪ এর পলাতক আসামী তিনি। অন্যরা আসামীরা হচ্ছে একই ইউনিয়নের তেলি পাড়ার মৃত ফকির মোহাম্মদের পুত্র কসাই নুরুল হক, ইসলামপুর নাপিতখালীর জাকির হোসেনের পুত্র ধলাইয়া, একই এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র বাবুল। নুরুল হক সি.আর ২০২/১২ মামলার এবং বাকী ২ জন বন আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী। তবে বাবুলের স্ত্রীর বক্তব্য যে, দু’মাস আগে তার স্বামী সৌদি আরব থেকে দেশের আসেন। বন মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।
পাঠকের মতামত