csb24.com::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে সন্ত্রাসী সিরিজ হামলায় বহু নিরীহ মানুষ নিহত এবং অনেক লোক আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি এবং আরো অনেক আহত হওয়ায় আমি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে আমি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি সংহতি জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম, বর্ণ নির্বিশেষে সন্ত্রাসীরা কেবলই সন্ত্রাসী এবং সভ্য সমাজে তাদের কোনো স্থান নেই। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে আমরা একত্রে লড়াই চালিয়ে যাবো।’ তিনি বলেন, ‘আপনার কাছে আপনার মাধ্যমে ফ্রান্সের জনগণের প্রতি আমার গভীর শোক এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’ শুক্রবার প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রাথমিক হিসেবে অন্তত ১২০ জন প্রাণ হারিয়েছে।
সন্দেহভাজন হামলাকারীদের চারজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন বাতাক্লঁ কনসার্ট হলে হামলা চালায়, অপর একজন ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামের কাছে আত্মঘাতী হামলা চালায়
প্রকাশিত: ১৪/১১/২০১৫ ৪:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...
পাঠকের মতামত