প্রকাশিত: ১৪/১১/২০১৫ ৩:২৩ অপরাহ্ণ

রামু সীমা বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে সাইমুম সরওয়ার কমল এমপি

Ramu Sima Bihar News Pic (1) 13.11.15
খালেদ হোসেন টাপু,রামু::
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল সম্প্রদায়ের মানুষের সহবস্থানের সম্প্রীতির অঞ্চল রামু দেখতে আসছেন বিদেশের পর্যটকরা। রামুর অনাকাংখিত ঘটনার পরে এ অঞ্চলের বৌদ্ধরা কেমন আছেন দেখে গেছেন জাতি সংঘ সহ বহু দেশের পর্যটক মন্ত্রীর। রামুর বৌদ্ধরা ভাল আছেন কিনা দেখতে কয়েক দিনের মধ্যে আসবেন আরো ৭ দেশের মন্ত্রী। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের উন্নয়নে কাজ করছেন। সম্প্রীতির জন্য কাজ করছেন। রামু কেন্দ্রীয় সীমা বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও উপ-সংঘরাজ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত ধর্মালোচনা সভায় সভাপতিত্ব করেন, একুশে পদকে ভূষিত রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।

সকাল ১০টায় বিহার প্রাঙ্গনে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রামু কেন্দ্রীয় সীমা বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, ১০ পদাতিক ডিভিশন রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান। ভোরে বুদ্ধপুজার মধ্যদিয়ে কঠিন চীবর দান অনুষ্ঠানের সূচনা করা হয়। ধর্মালোচনার শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন, অষ্টেলিয়ান বৌদ্ধ ভিক্ষু ডিগামাদুলি বিমলানন্দ মহাথের। ধর্মদেশনা করেন, সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ থের, সদ্ধর্ম আলোচকের বক্তব্য রাখেন, প্রিয় রতœ থের, সারমিত্র থের, করুণাশ্রী থের, শীলমিত্র থের ও শীলপ্রিয় ভিক্ষু।

রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভিক্ষু প্রজ্ঞানন্দ’র সঞ্চালনায় ধর্মালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, শ্রীলংকার বৌদ্ধ ভিক্ষু চামিন্দা রাজালাক্ষে, রামু থানা ওসি (তদন্ত) মোঃ কায় কিসলু, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।

শীলপ্রিয় ভিক্ষু’র পবিত্র ত্রিপিটক থেকে পাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, ইউপি সদস্য অরূপ বড়–য়া কালু, অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শিপন বড়–য়া ও সদস্য সচিব বিপুল বড়–য়া আব্বু প্রমুখ।

দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক শিপন বড়–য়া জানান, তিনমাস বর্ষাবাস শেষে শুভ কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি মহান ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে। উৎসবের বর্ণাঢ্যতায় কঠিন চীবর দান বৌদ্ধদের জন্য অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব উপলক্ষে বৃস্পতিবার রাতে রামু কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গনে রাঙ্গামাটির ৪০ রাখাইন তাঁত শিল্পী বুনন করেন চীবর। ওই চীবর শুক্রবার বিকালের অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের দান করেন রামুর বৌদ্ধরা। বিহার প্রাঙ্গনে চীবর বুনন উপলক্ষে বুদ্ধ কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামু কেন্দ্রীয় সীমা বিহারের দানোৎত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ সাংঘিক সংগঠন সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক উপ-সংঘরাজ পদে অবিষিক্ত হওয়ায় বিহার অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। তিনি আরো জানান, এ মহতি পূণ্যময় অনুষ্ঠানের সভাপতি রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের ইতিপূর্বে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ও মায়ানমার সরকার কর্তৃক ‘অগ্গমহাসদ্ধম্মজ্যোতিকধ্জ’ উপাধিতে ভূষিত হয়েছেন।

পাঠকের মতামত

  • দীর্ঘ ১৩ বছর পরে নতুন কমিটি পেল চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির
  • উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি
  • সুন্দর জীবন গড়তে হলে মাদক থেকে দূরে থাকতে হবে : জেলা প্রশাসক
  • মেরিন ড্রাইভে মেজর সিনহার স্মৃতিফলক উদ্বোধন করেন সেনা প্রধান
  • আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
  • উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
  • উখিয়ায় ৩ প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • টেকনাফে ৪০হাজার ইয়াবা ও ২৩কেজি গাঁজাসহ আটক-২
  • সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা
  • রামু ৪দিন ব্যাপী গ্রন্থ মেলা উদ্বোধন
  • উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

    উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

    নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...