প্রকাশিত: ১৩/১১/২০১৫ ৩:০৭ অপরাহ্ণ
নিবন্ধনে অনলাইন গণমাধ্যম, ঝুলছে নীতিমালা

onLine-special_baharam-300x219
আগামী দিনের গণমাধ্যম হিসেবে রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে অনলাইন গণমাধ্যম। কিন্তু বাংলাদেশে এই মাধ্যমটির আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, নেই কোনো নীতিমালাও।
এদিকে অনলাইন পত্রিকাগুলোকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধনের জন্য আবেদনের কথা জানিয়েছে তথ্য অধিদফতর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া কাগজপত্র এবং সরেজমিন যাচাই করে অধিদফতর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন দেবে। তথ্য অধিদফতর তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান।
সরকার কয়েক বছর ধরে অনলাইন পত্রিকার জন্য নীতিমালা প্রণয়নের কথা বললেও আলোর মুখ দেখছে না সেটি। নীতিমালার আলোকে অনলাইন গণমাধ্যম নিবন্ধিত হওয়ার মাধ্যমে মূল ধারার গণমাধ্যমের স্বীকৃতি আশা করছিল সংশ্লিষ্টরা।
এই বিষয়ে তথ্য সচিব মরতুজা আহমদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অনলাইন গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে সরকারি সুযোগ-সুবিধা তাদের পাওয়া দরকার। একই সঙ্গে নতুন প্রতিষ্ঠিত একটি খাতের নিয়ম-কানুন থাকা জরুরি। অনেকে এর অপব্যবহারও করেন। সামগ্রিকভাবে বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি’।
সরকার বলছে, ‘দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে।’
সরকারের এই উদ্যোগের বিষয়ে অনলাইন নীতিমালার খসড়া উপ-কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার দ্য রিপোর্টকে বলেন, ‘কোনো কিছুই না থাকার চেয়ে একটা নিয়ম থাকা তো ভালই মনে হয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, অনলাইন নীতিমালা প্রণয়ণের পরই নিবন্ধনের পরিকল্পনা ছিল। কিন্তু, সরকারের উচ্চ পর্যায় থেকে এই বিষয়ে নির্দেশনা আসায় একটু তাড়াতাড়ি করেই নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।
গণমাধ্যম হিসেবে নতুন প্রতিষ্ঠিত এই খাতটির সরকারি স্বীকৃতি না থাকায় অনলাইন পত্রিকাগুলো গণমাধ্যমকেন্দ্রিক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে নিয়ন্ত্রণহীনভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে অনলাইন পত্রিকা। ফলে, গুণগত মান বজায় থাকছে না। অভিযোগ আছে অপসাংবাদিকতারও।
জানতে চাইলে অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতাক হোসেন বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে অনলাইন নীতিমালা হয়ে যাবে বলে আশা করি। তাই আবেদন হাতে পেলে তখন নীতিমালার আলোকেই নিবন্ধ দিতে পারব আমরা।’
ঝুলছে নীতিমালা
চলতি বছরের ২১ জুলাই একটি খসড়া নীতিমালা (জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫) তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করে ১২ আগস্টের মধ্যে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছিল। প্রথম দফায় কেউ মতামত না দেওয়ায় দ্বিতীয় দফায় ৩১ আগস্ট এবং তৃতীয় দফায় ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হলেও আশানরূপ সাড়া পাওয়া যায়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী দ্য রিপোর্টকে বলেন, ‘সংবাদ প্রকাশক যেই হোন তার নিবন্ধন থাকা বাঞ্ছনীয়। সব সংবাদ প্রকাশক ও সম্প্রচারকারী একই আইনী কাঠামো ও একই নীতিমালার অধীনে পরিচালিত হবে এটিই সহজ ও স্বাভাবিক যুক্তি।’
তিনি আরও বলেন, ‘‘ বিশ্বব্যাপী সংবাদ প্রকাশকদের সংগঠনটি এখন ‘ওয়ার্ল্ড এ্যাসোসিয়েশন অব নিউজপেপারস এন্ড নিউজ পাবলিশার্স’ নামে পরিচিত। আগে এটি ছিল ‘এ্যাসোসিয়েশন অব নিউজপেপারস’ নামে। তো বিষয়টি হচ্ছে, কেউ ছাপিয়ে সংবাদ প্রকাশ করছে আর কেউ ইন্টারনেটে সংবাদ প্রকাশ করছে। সংবাদ প্রকাশের মাধ্যমের বিকাশ ঘটছে। ব্যাপারটি বিস্তারিত বলার কারণ, আমাদের এখানে যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করছে তারা এই ধারণার সঙ্গে কতখানি পরিচিত তা নিয়ে আমার সন্দেহ আছে।’
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখা সূত্রে জানা গেছে, অনলাইনে সর্বসাধারণের কাছ থেকে মূলত কোনো সাড়া পাওয়া যায়নি। তবেবিভিন্ন মন্ত্রণালয় থেকে বেশ কিছু মতামত তারা পেয়েছেন। এখন সেগুলো বিবেচনায় নিয়ে নীতিমালা চূড়ান্ত করার কথা চিন্তা করছে তথ্য মন্ত্রণালয়।
অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান।
তিনি জানান, ‘অনলাইন গণমাধ্যমের নামে অনেকে উল্টাপাল্টা লেখালেখি করছে। দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো ভালভাবে কাজ করুক সরকার সেটাই চায়। এজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে পেশাদারী প্রতিষ্ঠানগুলোর আতঙ্কিত হওয়ার কারণ নেই।’
দ্য রিপোর্ট

পাঠকের মতামত

  • দীর্ঘ ১৩ বছর পরে নতুন কমিটি পেল চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির
  • উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি
  • সুন্দর জীবন গড়তে হলে মাদক থেকে দূরে থাকতে হবে : জেলা প্রশাসক
  • মেরিন ড্রাইভে মেজর সিনহার স্মৃতিফলক উদ্বোধন করেন সেনা প্রধান
  • আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
  • উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
  • উখিয়ায় ৩ প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
  • টেকনাফে ৪০হাজার ইয়াবা ও ২৩কেজি গাঁজাসহ আটক-২
  • সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা
  • রামু ৪দিন ব্যাপী গ্রন্থ মেলা উদ্বোধন
  • উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

    উখিয়ায় শিক্ষক রিমনের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড়, অপরাধীকে দ্রুত শাস্তির দাবি

    নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের উখিয়া উপজেলায় একজন স্কুল শিক্ষক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ...
    সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

    সফরে বিনোদনের পাশাপাশি জীব-বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছে উখিয়া কলেজ শিক্ষার্থীরা

    পলাশ বড়ুয়া:: উখিয়া কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে আজ। নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় ...