চেক প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন জামায়াত নেতা মহিউদ্দিন চৌধুরী। ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বদর মোকাম এলাকার বাসা (আব্দুস সোবহান বিল্ডিং) থেকে গ্রেফতার করে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ।
তিনি উখিয়া উপজেলার রাজাপালং খয়রাতিপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে
সুত্র জানায়, শহরের বড়বাজার এলাকার নসীব এন্টার প্রাইজের মালিক হারুনুর রশীদ গত ২১ জুন কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১৫ লাখ টাকার চেক প্রতারণা মামলা করেন। মামলা নং-এসটি ১০১৪/১৫।
মামলাটি উভয়পক্ষের মধ্যে শুনানী শেষে এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারার অভিযোগে তাকে দোষী সাব্যস্থ করে আদালতের বিচারক জেলা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার গত ২০ আগষ্ট ৩০ লাখ টাকা অর্থ দন্ড দেয় তাকে।
আদেশে বলা হয়েছে, ঘোষিত অর্থদন্ড আদায় হলে সেখান থেকে ২০ লাখ টাকা বাদী পাবেন। বাকী ১০ লাখ টাকার রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, চেক প্রতারণা মামলায় রায়ের পর থেকে তিনি পলাতক থাকায় আদালতের আদেশে তাকে গ্রেফতার করা হয়।
পাঠকের মতামত