স্পোর্টস ডেস্ক::
লিওনেল মেসি নেই। নেই কুন আগুয়েরো। এবার নেই হয়ে গেলেন কার্লোস তেভেজ। পেশির সমস্যা তার। সেই সাথে সমস্যা হাঁটুতেও। বৃহস্পতিবার বুয়েন্স আইরেসে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাই খেলা হচ্ছে না তেভেজেরও। মেসি, আগুয়েরো ও তেভেজকে ছাড়া ব্রাজিলের মতো চির প্রতদ্বন্দ্বীর বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। তেভেজ খেলতে পারবেন না কলম্বিয়ার বিপক্ষে পরের বাছাই ম্যাচেও।
আর্জেন্টিনার ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, “জাতীয় দল থেকে আরো একজনকে তুলে নিতে হলো। এবার কার্লোস তেভেজ। পেশির সমস্যা আছে তার। বাঁ হাটুও মচকে গেছে। সে কারণে আগামী দুটি বাছাই পর্বের ম্যাচে সে খেলতে পারবে না।”
আর্জেন্টিনাকে তাই বাছাই পর্বের ম্যাচে খুব করে নির্ভর করতে হবে পিসএজি উইঙ্গার আনহেল দি মারিয়া ও নাপোলি ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়াইনের ওপর। দি মারিয়া অবশ্য খুব আত্মবিশ্বাসী, “প্যারিসের হয়ে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে খেলেছি তাতে আমি খুব খুশি। আশা করছি তা জাতীয় দলেও ধরে রাখতে পারবো।” দি মারিয়া বলেছেন, “আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করছি। বিশেষ করে মিস করছি লিও ও কুনকে। আগামী দুই ম্যাচে আমাদের ভালো ফলাফল দরকার। বাছাইয়ের জন্য পয়েন্ট খুব দরকার।”
প্রথম দুই বাছাই পর্বের ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট মাত্র এক। গ্রুপে সপ্তম স্থানে তারা। ব্রাজিল আছে পঞ্চম স্থানে। চিলির কাছে হারার পর দ্বিতীয় খেলায় ভেনেজুয়েলার বিপক্ষে জিতেছে তারা।
পাঠকের মতামত